প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলী নিম্নরূপঃ

গ্রাহক সেবার মান উন্নত, সময়ের উপযুক্ত এবং দ্রুততর করার জন্য কিছু নিয়ম কানুন মেনে কার্যপরিচালনা করা দরকার। সম্মানিত গ্রাহকগণের প্রতি বিশেষ অনুরোধ, তুলনামূলকভাবে Ridge Shop থেকে পণ্য কেনার আগে নিম্নলিখিত নিয়মাবলীকে ভালোভাবে অনুসরণ করতে হবে। ধন্যবাদ। বিক্রয়ের সময়, সমস্ত পণ্যের ওয়ারেন্টি অধিকাংশই প্রধান করা হয় প্রস্তুতকারক কোম্পানির দ্বারা প্রদান করা ওয়ারেন্টি অনুযায়ী। অর্থাৎ, বিক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা মূলত নির্দিষ্ট ব্র্যান্ডের মূল কোম্পানি বহন করে থাকে। ওয়ারেন্টি সেবার ভিন্নতা দেখার দিকে প্রত্যেক ব্র্যান্ডের স্বতন্ত্র এবং তাদের বিভিন্ন শর্তাবলী নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখিত আছে। এক্ষেত্রে, সাহায্যকারী প্রতিষ্ঠান Ridge Shop, মূল ব্র্যান্ডের কোম্পানিগুলির ওয়ারেন্টি সেবার শর্তাবলী কার্যকর করার মাধ্যম হিসেবে কাজ করছে।

যেসকল ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবে না বা শর্তসাপেক্ষে পেতে পারেন

>> অসতর্ক ভাবে ব্যবহারজনিত কারনে যেমন, পানিতে ভিজে যাওয়া, ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, গভীরভাবে আঁচড় এর দাগ প্রভৃতি কারণে কোন ত্রুটি দেখা দিলে তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।

>> কোন পণ্যের সিরিয়াল বা সিরিয়াল স্টিকার আংশিক বা সম্পূর্ণরূপে মুছে গেলে, উঠে গেলে বা যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে তখন পণ্যটি আর ওয়ারেন্টির আওতায় পড়বে না।

>> কোন নির্দিষ্ট প্রোডাক্ট এর ওয়ারেন্টি প্রদানের পর যদি ওয়ারেন্টি বা সার্ভিস বিভাগে ২ মাসের অধিক সময় অতিবাহিত হয় তবে উক্ত প্রোডাক্ট এর দায়ভার কোম্পানী বহন করবে না।

>> নির্দিষ্ট প্রোডাক্ট এর ওয়ারেন্টি রিসিভ পেপার হারিয়ে গেলে এর ক্রয়ের রশিদ ও যথাযোগ্য প্রমান প্রদান সাপেক্ষে প্রোডাক্ট টি গ্রহন করতে হবে।